১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

প্রবাসীরা ৪২.৪৩ ডিগ্রি তাপমাত্রায় তোয়াক্কা না করে ৬৫ তলায় জীবন মরণ বাজি রেখে যুদ্ধ করে

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২১

Sharing is caring!

প্রবাসীরা ৪২.৪৩ ডিগ্রি তাপমাত্রায় তোয়াক্কা না করে ৬৫ তলায় জীবন মরণ বাজি রেখে যুদ্ধ করে

মোঃ নুরুন্নবী আরব আমিরাত প্রতিনিধি:— প্রবাসীরা ৪২/৪৩ ডিগ্রি তাপমাত্রা তোয়াক্কা না করে ৬৫ তলায় যারা জীবন বাজি রেখে বাদুড়ের মত ঝুলে আছে এরা আর কেউ নয় এরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা।প্রবাসী নির্মাণ শ্রমিকেরা শুধু বিল্ডিং নির্মাণ করেনা একটি এলাকা বা শহর আলোকিত করেনা বরং তাদের পাঠানো রেমিটেন্স দেশীয় অর্থনীতির অন্যতম উৎস, কোটি পরিবার আলোকিত করনের প্রধান বাহন. পরিবার বা সমাজ সভ্যতা বিনির্মাণে যাদের এত অবদান, ত্যাগ আর কোরবানির বিনিময়ে যারা আপনজনের মুখে হাঁসি ফোটাতে নিজের সোনালী সময় গুলো কষ্টের প্রবাসে কাটিয়ে দেন, বিনিময়ে শুধু প্রতিটি ক্ষেত্রে লাঞ্ছিত অপদস্থ হয়ে যায় “অবিশ্বাস” নামের মেডেল নিয়েই অনেকে পৃথিবীর মায়া ত্যগ করেন