প্রণয়ের শেষ প্রতীক্ষায়,
--------শেখ তিতুমীর আকাশ।
যেদিন আমি থাকব না সেদিন
তুমি খুঁজবে আমার কবিতাখানা
সেদিন খুঁজবে ঐ তারাদের মাঝে
খুঁজবে আকাশের ঐ নীলের মাঝে।।
আমার শিহরণের প্রতিটি স্পন্দনে
শুধু তুমিই ছিলে জড়িয়ে,
সেদিন অভিমানের বেড়া ডিঙিয়ে
অনুভব করবে আমাকে।।
আমি ছিলাম না মিথ্যুক,
করিনি প্রতারণা তোমার সাথে-
পথ হাতড়ে হয়তো খুঁজে বেড়াবে
সেদিন তুমি আমাকে?
পাবেনা খুঁজে সেদিন কারণ,
আমি থাকবোনা এ ধরায় -
স্বার্থক হবে তখন আমার
এপাড়ের সকল প্রতীক্ষায়।।
ওপাড়ে থেকেও আমি করবো
শুধু তোমাকে স্মরণ,
তোমাকেই পেতে চাই আমি
জন্ম থেকে জন্মান্তরে।।
হয়তো এই জনমে তোমাকে
পাওয়া হলোনা এ ভূবনে,
পরজনমে যেন পাই আমি
তোমার দেখা গহিনে।।
সে আশাতেই আছি এখনো
প্রণয়ের শেষ প্রতীক্ষায়।।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.