Sharing is caring!
প্রণয়ের শেষ প্রতীক্ষায়,
——–শেখ তিতুমীর আকাশ।
যেদিন আমি থাকব না সেদিন
তুমি খুঁজবে আমার কবিতাখানা
সেদিন খুঁজবে ঐ তারাদের মাঝে
খুঁজবে আকাশের ঐ নীলের মাঝে।।
আমার শিহরণের প্রতিটি স্পন্দনে
শুধু তুমিই ছিলে জড়িয়ে,
সেদিন অভিমানের বেড়া ডিঙিয়ে
অনুভব করবে আমাকে।।
আমি ছিলাম না মিথ্যুক,
করিনি প্রতারণা তোমার সাথে-
পথ হাতড়ে হয়তো খুঁজে বেড়াবে
সেদিন তুমি আমাকে?
পাবেনা খুঁজে সেদিন কারণ,
আমি থাকবোনা এ ধরায় –
স্বার্থক হবে তখন আমার
এপাড়ের সকল প্রতীক্ষায়।।
ওপাড়ে থেকেও আমি করবো
শুধু তোমাকে স্মরণ,
তোমাকেই পেতে চাই আমি
জন্ম থেকে জন্মান্তরে।।
হয়তো এই জনমে তোমাকে
পাওয়া হলোনা এ ভূবনে,
পরজনমে যেন পাই আমি
তোমার দেখা গহিনে।।
সে আশাতেই আছি এখনো
প্রণয়ের শেষ প্রতীক্ষায়।।