আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ-
কোরবানির পশু পরিবহন ও হাটকে ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি না করার জন্য হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবর রহমান বলেছেন, ‘দুষ্কৃতকারী কোনো সমিতি বা সংগঠনের নামে চাঁদাবাজি করার কেউ সাহস করবেন না।
শনিবার (৩ আগস্ট) নগরীর দামপাড়া পুলিশ লাইনের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাসহ বিভিন্ন প্রস্তুতির তুলে ধরার সময় এ হুঁশিয়ারি দেন তিনি।
সড়কে গরুবাহী ট্রাকগুলোকে তল্লাশি থেকে ছাড় দেয়ার কথাও জানান সিএমপি কমিশনার।
নগরীতে কোরবানির হাট পর্যবেক্ষণে প্রথমবারের মতো ড্রোন ব্যবহারের পরিকল্পনা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি গরুর হাটে আমাদের কন্ট্রোল রুম থাকবে। ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামরাও থাকবে। নতুন সংযোজন হলো ড্রোন। গরুর হাটের পাশাপাশি, গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখা, এনএসআই ও ডিজিএফআই সহ অন্যান্য সংস্থার সহযোগিতা নেয়ার পাশাপাশি বম্ব ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেররিজম বিভাগকে স্ট্যান্ডবাই রাখা হবে বলেও জানান তিনি।
যাত্রী ও গরু ব্যবসায়ীদের নিরাপত্তায় বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে পর্যাপ্ত ব্যবস্থা আছে বলেও জানান সিএমপি কমিশনার।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.