Sharing is caring!
শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে ১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘটে যাওয়া জাতির ইতিহাসের কলঙ্ক জনক অধ্যায় নিয়ে মঞ্চায়ন নাটক “অভিশপ্ত আগস্ট”
স্টাফ রিপোর্টার শরীয়তপুর:– শরীয়তপুর জেলা অদ্য ৩১/০৮/২০২১ খ্রিঃ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ টায় শরীয়তপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার জনাব এস. এম. আশরাফুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে শরীয়তপুর পৌরসভা অডাটোরিয়ামে মঞ্চায়ন হয় বাংলাদেশ পুলিশ নাট্যদল প্রযোজিত ১৫ আগস্ট ১৯৭৫ সালে ঘটে যাওয়া জাতির ইতিহাসের কলংকজনক অধ্যায় নিয়ে নাটক “অভিশপ্ত আগস্ট”।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব প্রশান্ত কুমার বিশ্বাস, জেলা ও দায়রা জজ, শরীয়তপুর, জনাব মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর, জনাব মোঃ সালেহুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর, জনাব এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, সিভিল সার্জন, শরীয়তপুর, জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, জনাব তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীয়তপুর, জনাব এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), শরীয়তপুর,আব্দুল আলিম বেপারী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জনাব অনল কুমার দে, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, শরীয়তপুর জেলা শাখা ও সভাপতি, প্রেস ক্লাব, শরীয়তপুর, জনাব মোঃ পারভেজ রহমান, মেয়র, শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর, জনাব মোঃ আখতার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুর, জনাব আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, জনাব সাইফুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, শরীয়তপুরসহ জেলা পুলিশ, জেলা প্রশাসন ও বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
ইতিহাস আশ্রিত গবেষণালব্ধ এ নাটকটি উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। নাটকটির মূল ভাবনা, গল্প সংকলন, গবেষণা এবং সার্বিক সহোযোগিতায় ছিলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এবং নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক জনাব জাহিদুর রহমান।