বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা কখনই সম্ভব নয়ঃ অনিল কুমার রায়
মোঃসিরাজুল ইসলাম, সহকারী সম্পাদক
আজ, ১৫ আগস্ট, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলাতে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকালে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের নেতা ও কর্মীবৃন্দ জলঢাকার জিরো পয়েন্ট মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাউন্ডেশনের দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু করেন। এরপর ফাউন্ডেশন কার্যালয়ে দোয়া মাহফিল পরিচালনা করেন ফাউন্ডেশনের ইকামাহ ইউনিটের সভাপতি হাফেজ ক্বারী মোঃ জিকরুল ইসলাম।
ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক, মোঃ এনামুল হকের সভাপতিত্বে এবং সনাতন সম্প্রীতি সংঘের সাংগঠনিক সম্পাদক শিক্ষক রঞ্জন রায়ের সঞ্চালনায় বিশেষ আলোচনা সভাটির আলোচ্য বিষয় ছিল, “রাজনৈতিক হত্যাকান্ড – প্রেক্ষিত ১৫ আগস্ট ১৯৭৫”। সভায় প্রধান আলোচকের আসন অলংকৃত করেন শিক্ষক সংঘের সভাপতি এবং দুন্দিবাড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কুমার রায়। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক রণজিৎ কুমার রায়, শিক্ষক শাহ আলম চৌধুরী স্বাধীন, শিক্ষক মোঃ সফিয়ার রহমান, শিক্ষক অনিল চন্দ্র রায়, শিক্ষক মোঃ নুরুজ্জামান, শিক্ষক মাহামুদুল হাসান লিটু এবং চেতনায় মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক মোঃ রেজয়ান প্রামাণিক।
প্রধান আলোচক শিক্ষক অনিল কুমার রায় বলেন, ‘পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক সন্ত্রাসবাদের নিকৃষ্টতম উদাহরণ হল ১৫ আগস্টের হত্যাকান্ড। এত নির্মম, এত নিষ্ঠুর ঘটনা পৃথিবীর অন্য কোন দেশে বিরল। ১৫ আগস্টের হত্যাকান্ড কোন সাধারণ হত্যাকান্ড নয়। এই হত্যাকান্ড মূলত দেশী এবং বিদেশী ষড়যন্ত্রের ফসল। তা না হলে হত্যাকান্ড সংঘটিত হওয়ার সাথে সাথে কলঙ্কিত ইনডেমনিটি অধ্যাদেশ জারী করা হত না। আর সেই থেকে শুরু হল বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি। সেদিন দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করতে সক্ষম হলেও, তারা জানতো না যে বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করা কখনই সম্ভব নয়।‘
বিশেষ আলোচক শিক্ষক রণজিৎ কুমার রায় বলেন, ‘আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমাদের সবাইকে পথ চলতে হবে। ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে।‘ বিশেষ আলোচক মোঃ রেজয়ান প্রামাণিক বলেন, ‘আমরা আজকে নতুন প্রজন্ম প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশের ভবিষ্যৎ রচনাতে আমাদের হৃদয়ে এবং চেতনায় বঙ্গবন্ধুকে ধারণ করব।‘
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.