২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীতে মায়ের সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যা

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২১
ঝিনাইগাতীতে মায়ের সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে স্কুলছাত্রের আত্মহত্যা

Sharing is caring!

 

শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতীতে মায়ের সাথে অভিমান করে সজিব (১৩) নামে এক স্কুলছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে ৪ আগষ্ট বুধবার বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে। সজিব ওই গ্রামের ছাইদুল ইসলামের ছেলে এবং শালচুড়া উচ্চ বিদ্যালয়ের ৬ শ্রেণীরছাত্র। স্থানীয় বাসিন্দারা জানান ঘটনার দিন দুপুরে সজিব ও তার দুইসহপাটি একই গ্রামের জয়নালের ছেলে হেদা (১২) ও চাঁন মিযার ছেলে ছামু (১০) ইসরাফিলের বাড়ি থেকে ৪টি কবুতর চুরি করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই তিন জনের অভিবাবকরা আলাদা, আলাদাভাবে তাদের ছেলেদের শাসন করে। সজিবকে তার মা নাজমা বেগম মারপিট করলে সন্ধ্যায় সজিব মায়ের সাথে অভিমান করে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ রাতেই সজিবের মৃতদেহ উদ্ধার করে। ৫ আগষ্ট বৃহস্প্রতিবার সজিবের লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। অপরদিকে হেদা ওছামু অভিভাবকদের পিটুনি খেয়ে তাদের অভিবাবকদের সাথে অভিমান করে গ্রাম ছেড়ে পালিয়েছে বলে সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।