করোনা চাঁদপুরে ৮ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু
চাঁদপুর জেলা প্রতিনিধি
চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮ ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ভোর ছয়টা পর্যন্ত হাসপাতালে করোনা ইউনিটে এ মৃত্যুর ঘটনা ঘটে।
এদের মধ্যে দুইজন করোনা পজিটিভ ছিলেন। বাকি আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনার বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চাঁদপুরে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। হাসপাতালে শয্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। ফলে করোনা ওয়ার্ডের মেঝেতেই চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। পাশাপাশি অক্সিজেন সংকটও দেখা দিচ্ছে।’
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬৩ জন। যার মধ্যে চাঁদপুর সদরে ৬২, ফরিদগঞ্জে ২৬, হাজীগঞ্জে ২৪ জন, শাহরাস্তিতে ১৯ জন, কচুয়ায় সাতজন, মতলব উত্তরে ১৩ জন, মতলব দক্ষিণে ১০ জন ও হাইমচরে তিনজন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.