পুলিশ সদস্য মিতা'র মৃত্যুতে রাশেদুল ইসলাম বিপ্লবের শোক প্রকাশ
সুমাইয়া আক্তার শিখা; স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া মজমপুর এলাকার বাসিন্দা, পুলিশ সদস্য নাছিমা আক্তার মিতার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন,কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
তিনি এক শোক বার্তায় বলেন,
পুলিশ সদস্য মিতা'র অকাল মৃত্যুতে খুব কষ্ট পেলাম। চোখের সামনে বেড়ে ওঠা মেয়েটি এভাবে চলে গেলো। আমার সহধর্মিণী ডিউ বললো মিতা বেশ লম্বা আছে ওকে পুলিশে দিলে ভাল হয়। মিতাকে ডেকে ডিউ জিজ্ঞেস করেছে তুই পুলিশ হবি। ওতো মহা খুশি। একদিন কুষ্টিয়া পুলিশ লাইন্সে পুলিশে লোক নিয়োগ হবে জেনে ডিউ আমাকে বারবার বলতে থাকে মিতার কথা।
তখন পুলিশ সুপার প্রলয় চিসিম। তাকে জানানোর পর মিতা সত্যিই পুলিশ হলো। মিতা লম্বা, চড়া, লেখাপড়ায় বেশ ভাল ছিল। বিনা পয়সায় পুলিশে চাকুরী হলো, কেউ বিশ্বাস করেনা। মিতার পরিবার তো অবাক। পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করে মিতার বাবাকে কত টাকা লাগলো? তার পিতা যখন জানায় ১ টাকাও না। বিশ্বাস করেনা লোকজন। গোয়েন্দারা তদন্তে এসে মিতাকে জিজ্ঞেস করেছে আপা কত খরচ হলো? মিতা বলেছে সম্পুর্ন বিনা পয়সায়।
আমার আংকেল সাংবাদিক। এসপি স্যারের সাথে ভাল সম্পর্ক এমনিই চাকরী হয়েছে। কেউ কেউ বলেছে মানতে পারলাম না আপা। কিছুতো লেগেছেই? মিতা তাদের বলেছে আমিও আগে আপনাদের মতই ভাবতাম। টাকা ছাড়া চাকুরী হয় না। কিন্তু আমি নিজে প্রমানিত, বিনা পয়সায় চাকুরী হয়। দেশে ভাল মানুষ আছে। রংপুরে দীর্ঘ ট্রেনিং শেষে রাজশাহী মেট্রোপলিটনে (আরএমপি) তে কর্মরত ছিলো।
২ বছর আগে আরেক পুলিশ সদস্যের সাথে ধুমধাম করে মিতার বিয়েও হলো। চার বছরের পুলিশ জীবনের অবসান ঘটিয়ে মাত্র ২৫ বছর বয়সে কিডনি সংক্রান্ত রোগে আক্রান্ত হয়, বেশ কিছুদিন ধরে চিকিৎসা চলছিল, চিকিৎসারত অবস্থায় গত ১৪ জুলাই দিবাগত রাতে পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে ছেড়ে চলে যায় মিতা।
নাছিমা আক্তার মিতার মৃত্যুতে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একজন সম্ভাবনাময় পুলিশ সদস্যের এই অকাল মৃত্যু মানতে সবার কষ্ট হচ্ছে। মহান আল্লাহ্ পাক এই নিষ্পাপ মেয়েটিকে বেহেশত নছিব করুন। আমীন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.