জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: পাথর ও ছোলা মটর জব্দ, জরিমানা আদায়
ইব্রাহীম আলী গোয়াইনঘাট প্রতিনিধিঃ
জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: পাথর ও ছোলা মটর জব্দ, জরিমানা আদায়
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) দুপুরে জাফলং, বল্লাঘাট ও মামার বাজার এবং সোনাটিল্লা ও শান্তিনগড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম. নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করে তা ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
এদিকে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৬৩০ বস্তা মটর ডাল জব্দ করে তা ৫ লক্ষ ৩৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এবং এ অপরাধে অভিযুক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে লকডাউন আইন অমান্য করায় ৪ জনকে পৃথক মামলায় ৫ শত টাকা জরিমানা করা হয়।
টাস্কফোর্সের অভিযানে এনএসআই’র সহকারী পরিচালক মোঃ ইমরান হাসান, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, বিজিবি তামাবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার সুরুজ আলী, জাফলং সংগ্রাম ক্যাম্পের কমান্ডার তরিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এএসআই মারুফ আল মুকিতসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর জানান, জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর জব্দ করে তা নিলামে বিক্রি করা হয়। এছাড়াও লকডাউন আইন অমান্য করে বাজারে চলাফেরা করায় ৪ জনকে ৫ শত টাকা করে জরিমানা করা হয়েছে।
এদিকে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ৬৩০ বস্তা মটর ডাল জব্দ করে তা ৫ লক্ষ ৩৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে এ অপরাধে জড়িত একজনকে আটক করে ৫০ তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.