Sharing is caring!
মো: মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট রোজ শনিবার দুপুরে হাসপাতাল কমপ্লেক্স হতে শুরু করে র্যালিটি হাসপাতাল সম্মুখ ঘুরে এসে হাসপাতালের ভারপ্রাপ্ত (TH O) পরিবার পরিকল্পনা পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মানস কান্তি সিংহের সভাপতিত্বে এবং উপ স্বাস্থ্য পরিদর্শক আনঞ্জুমান আরা রুবীর সঞ্চালনায় কমপ্লেক্স এর হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, চীফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার কামরুল হাসান, সেনেটারী ইন্সপেক্টর দুলাল মিয়া,মেডিকেল টেকনোলজিস্ট মো. শামসুদ্দিন, ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ, আব্দুল হামিদ চৌধুরী, সিস্টার্স শামীমা আক্তার প্রমুখ। বক্তারা বক্তব্য, বাসা বাড়ি ঘরের আঙ্গিনা ঝুপ ঝাপ পরিষ্কার পরিচ্ছন্নতার রাখা, ফুলের টবে বালতি সহ কোন পাত্র বা শিশি-বোতল জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন তা করে রাখার উপরে গুরুত্ব আরোপ করেন, এবং জ্বর জাতীয় কোন ধরনের রোগ দেখা দিলে সাথে সাথে ডাক্তার গনের চিকিৎসা ও পরামর্শ নেয়ার কথাও বলেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কর্মকর্তাগন এবং সকল শ্রেণী পেশার লোকজন এতে অংশ নেন