Sharing is caring!
গোয়াইনঘাটে ট্রাক চালক শ্রমিকদের দাবি আদায়ে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
গোয়াইনঘাটে ট্রাক চালক শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই শনিবার বিকেলে বাঘের সড়ক ট্রাক চালক সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতি করেন বাঘের সড়ক ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি শরফ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাফলং উপ-কমিটির সভাপতি ফয়জুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব’র সাবেক সভাপতি মনজুর আহমদ, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী ফখরুল ইসলাম, শ্রমিক নেতা মকররম আলী, লাফনাউট শাখার সভাপতি শামিম আহমদ, পাঁচসেউতি শাখার সভাপতি বিলাল উদ্দিন, সারীঘাট শাখার সভাপতি নুরুল ইসলাম, হরিপুর শাখার সভাপতি বিলাল উদ্দিন, শ্রমিক নেতা আব্দুল মনাফ, দেলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আলী, শামীম আহমদ প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার বলেন শ্রমিকদের দাবি আদায়ে জেলা সংগঠন কাজ করে যাচ্ছে সরকার থেকে ঈদের আগে যদি সহায়তা করা না হলে ঈদের দিন সিলেটের সকল শাখায় মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে করোনা ভাতা ও ঈদ বোনাস প্রদানের চিন্তা রয়েছে, কানাইঘাট সড়কে প্রসাশন কর্তৃক শ্রমিকদের হয়রানির প্রতিবাদ জানান এবং হয়রানির বন্ধের জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।