২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

বেলকুচিতে দশম শ্রেনির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও 

admin
প্রকাশিত জুলাই ৮, ২০২১
বেলকুচিতে দশম শ্রেনির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও 

Sharing is caring!

বেলকুচিতে দশম শ্রেনির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও 

মো. ইয়াছিন আরাফাত ; বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে কঠোর লকডাউনেও বাল্যবিয়ে আয়োজন করায় ভূন্ডল করে বন্ধ করলেন- উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যা রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে- এক দশম শ্রেণির ছাত্রীর অনুষ্ঠান করে বাল্যবিয়ের আয়োজন চলছিলো, ঠিক সেই মুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও আনিসুর রহমান তার সংগীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে

বিয়ের অনুষ্ঠানস্থলে হাজির হলে বাল্যবিয়েটি বন্ধ করতে সক্ষম হন। এবং জরিমানা ও মুচলেকা দিতে হয় কনের মা ও বরের পিতাকে। প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে হয়েছে ।

এসময় বাল্যবিয়েটি বন্ধে আরো সহযোগিতা করেন, বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যবৃন্দরা।