২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রজব, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২১
সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Sharing is caring!

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মো. ইয়াছিন আরাফাত ; বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে নতুন কমিটির পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ হাসান উৎস নেতৃত্বে অটো ভ্যান ছিনিয়ে নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে রাসেল ও ফারুকের বিরুদ্ধে।

সোমবার (৫ জুলাই) দুপুরে বেলকুচি পৌরসভার ক্ষিদ্রমাটিয়া এলাকায় অটো চালক মৃত আবুল কাদেরের ছেলে ফজলের (৪৫) বাড়ি থেকে অটো ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশ ছিনিয়ে নেওয়া অটোভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। অনুসন্ধান জানা গেছে, বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামে ফজলের সাথে পাশের বাড়ির মেয়ের সাথে রবিবার দুপুরে অপ্রতিকর ঘটনা ঘটে।

এরই সূত্র ধরে সোমবার সকালে বেলকুচি পৌর শাখার সভাপতি আক্তার হামিদ ও সাধারণ সম্পাদক সৌরভ হাসান উৎস সহ কিছু লোকজন ফজলের বাড়িতে যান। এক পর্যায়ে গ্রামে মাতব্বর সহ লোকজনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় শালিশীর বৈঠকের মাধ্যমে অপ্রতিকর ঘটনার বিচার করা হবে। কিন্তু ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে অটো চালক ফজলের ভ্যান ছিনিয়ে নিয়ে ১৫ হাজার টাকার বিনিময়ে ক্ষিদ্রমামাটিয়া গ্রামের আপেলের কাছে অটো ভ্যানটি বিক্রি করে দেয়। পরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অটো ভ্যানটি উদ্ধার করা হয়।

ফজলের পরিবার লোকজন জানান, অপ্রতিকর ঘটনাকে কেন্দ্র করে বেলকুচি ছাত্রলীগের কিছু লোকজন আমাদের বাড়িতে এসে উতেজিত হয়। এ সময় আমাদের অটো ভ্যান বাড়ির বাইরে থেকে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেই। পরবতীতে আমরা জানতে থান পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন।

এ বিষয়ে বেলকুচি পৌর ছাত্রলীগের সভাপতি আক্তার হামিদ ও সাধারণ সম্পাদক সৌরভ হাসান উৎস কাছে অটো ভ্যান ছিনিয়ে নেয়া সম্পর্কে জানতে চাইলে, তারা বলেন আমরা ওখানে গিয়ে ছিলাম কিন্তু কে বা কারা অটো ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে সে বিষয়ে আমরা কিছু জানি না।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রতিবেদকে বলেন আমরা ঘটনা শোনার পর অটো ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আর ওই অপ্রতিকর ঘটনার বিষয়ে যদি অভিযোগ করে তাহলে তদন্ত স্বাপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।