সুন্দরগঞ্জে লকডাউন অমান্য করায় তিন দিনে ৩১ মামলা, ১৭ হাজার টাকা জরিমানা
মো: আ: রহমান শিপন, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
লকডাউন অমান্য করায় রবিবার দুপুর পর্যন্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ৩১ টি মামলা ও ১৬ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছেন। গত ১ জুলাই থেকে সাত দিন ব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, ও আনসার সদস্যরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। হাট-বাজার, অফিস ও চিকিৎসাসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে মানুষ ঘরের বাইরে যাচ্ছেন। যৌক্তিক কারণ না পেলে জরিমানা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান, গত তিন দিনে সকাল থেকে রাত পর্যন্ত তিনি প্রতিটি এলাকায় টহল অব্যাহত রেখেছেন। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় তিনি ২০ টি মামলা ও ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আর হাসান জানান, রবিবার দুপুর পর্যন্ত তিনি ১১ টি মামলা ও ১১ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন। দোকান খোলা রাখা, মাস্ক না পরাসহ যানবাহন বের করায় এসব মামলা করা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.