Sharing is caring!
টাঙ্গাইলে ইয়াবাসহ ১ যুবককে গ্রেফতার করেছে
র্যাব
মোঃ জাকির হোসেন; কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলে কালিহাতীতে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মীরহামজানি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার সল্লা গ্রামের মৃত- আব্দুল বাছেদ এর ছেলে মোঃ রুবেল ফকির (২৩)।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ০২ জুলাই শুক্রবার সকাল ০৭.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন মীরহামজানি গ্রামে বাংলালিংক টাওয়ারের পূর্ব পাশে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ রুবেল ফকির (২৩), কে ৩০০ (তিনশত) পিস ইয়াবা) সহ হাতেনাতে গ্রেফতার করে। যার মূল্য আনুমানিক ৯০,০০০ টাকা।
জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতী থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।