Sharing is caring!
” সময় “
মো. মমিন হোসেন
সময় চলেছে নিজ গতিতে
অপেক্ষায় থেকে গুনছি প্রহর
সময়ের সাথে তাল মিলিয়ে
চলছে না এ জীবন!
শুয়ে থাকি, বসে থাকি খাই দাই আর ঘুমাই
এভাবেই যাচ্ছে সময় কোন কাজ কাম নাই।
বিকেল হলেই ছুঁটে চলি গ্রামের মেঠো পথে
হাঁটতে হাঁটতে বসে পড়ি নদীর এক পারে।
বিকেলের আড্ডায় সব কথা শেষে,
সন্ধ্যা হলেই আযান পড়লে বাড়ি আসি ফিরে।
বাড়ি ফিরে আগের মতোই থাকি শুয়ে বসে
এভাবেই আমার নিত্য দিনের সময় যাচ্ছে কেটে।