Sharing is caring!
শিবগঞ্জ মহাস্থান বাজার থেকে ইয়াবাসহ গ্রেফতার ১
মোঃ জান্নাতুল নাঈম
শিবগঞ্জ বগুড়া থেকেঃ
বগুড়া মহাস্থান বাজার থেকে ৫০ পিস ইয়াবাসহ আল বিরুনী শিপুল(৩০) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপেজলার মথুরা গ্রামের মুজিবুর রহমানের পুত্র। বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০টার সময় শিবগঞ্জ থানা পুলিশ মহাস্থান গো-হাটির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা শিপুলকে থামিয়ে তল্লাশি করে। ওই সময় তার কাছ থেকে মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবাসহ পাওয়া যায়। একপর্যায়ে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করে।
শিবগঞ্জ থানা পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে আমরা ইয়াবা পেয়েছি। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার কাছ থেকে কোন পরিচয় পত্র আমরা পায়নি। এক সময় সে নিজেকে ফেসবুক সাংবাদিক পরিচয় দেয়।
তিনি আরও জানান তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।