২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় ১২টি নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ৮, ২০২১
কুষ্টিয়ায় ১২টি নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

কুষ্টিয়ায় ১২টি নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টার :

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার নির্দেশনা বাস্তবায়নে অদ্য ০৮ জুন ২০২১ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া কর্তৃক বাস্তবায়নাধীন কুষ্টিয়া জেলা পুলিশ বিভাগের বিদ্যমান পুলিশ হাসপাতালের আধুনিকীকরনে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স হাসপাতাল নির্মাণ,ডরমিটরী ভবণ নির্মাণ,দৌলতপুর থানা ভবনের ২য় তলার আংশিক,ভেড়ামারা থানা ভবনের ২য় তলার আংশিকসহ ৩য় ও ৪র্থ তলা নির্মাণ, সদর পুলিশ ফাড়ি নির্মাণ, ফায়ারিং বাট নির্মাণ, ফায়ারিং বাটের অবজারভেশন ভবন নির্মান,সদর সার্কেল অফিস,কাম বাসভবন নির্মান, পুলিশ অফিসার্স মেস ভবন নির্মান, আলামপুর ক্যাম্প ভবন নির্মান, মিলপাড়া পুলিশ ফাড়ী নির্মান এবং পুলিশ লাইন্সের অভ্যন্তরে ড্রিল সেড নির্মানসহ ১২টি নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ খাইরুল আলম, পুলিশ সুপার, কুষ্টিয়া। এসময় নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কুষ্টিয়াসহ আরো উপস্থিত ছিলেন মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়াসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।