২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্ব পরিবেশ দিবসে প্রিয় খানসামার উদ্যোগে বৃক্ষরোপণ

admin
প্রকাশিত জুন ৬, ২০২১
বিশ্ব পরিবেশ দিবসে প্রিয় খানসামার উদ্যোগে বৃক্ষরোপণ

Sharing is caring!

বিশ্ব পরিবেশ দিবসে প্রিয় খানসামার উদ্যোগে বৃক্ষরোপণ

মোঃ জসিম উদ্দিন;স্টাফ রিপোর্টারঃ-

“সবাই মিলে গড়বো দেশ দূষণমুক্ত বাংলাদেশ”এই স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় ফেসবুক গ্রুপ প্রিয় খানসামা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৫জুন) বিকেলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলার জয় বাংলা ভিলেজ-৭ আরাজী যুগীর ঘোপা আশ্রয়ণে কর্মসূচীর উদ্বোধন করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম, ইউপি সদস্য আবু তালেব বাবু, প্রিয় খানসামা গ্রুপের প্রধান এডমিন এস.এম.রকি,এডমিন মোকছেদুল ইসলাম ও মডারেটর অশোক রায় জয়,জে আর জামান, আশরাফুল রিফাত,মারুফ হাসান রিফাত খান,শাহরিয়ার সুমন ও স্বেচ্ছাসেবকগণ।

উল্লেখ্য, এসময় আমড়া,আম,কাঁঠাল,লেবু,পেয়ারা ও বাদাম জাতের ৫০টি গাছ রোপণ করে গ্রুপের স্বেচ্ছাসেবকগণ।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।