Sharing is caring!
দিনাজপুরে চার হাত পা বিশিষ্ট এক শিশুর জন্ম
মোঃ জসিম উদ্দিন;স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের বীরগঞ্জে চার হাত বিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। শুক্রবার ৪ ই জুন ভোর ছয় টার দিকে বীরগঞ্জ উপজেলার খানসামা রোডের বীরগঞ্জ ক্লিনিক নামক একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়।
প্রসূতি মহিলা দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ গোলাম রাব্বানীর স্ত্রী।
এ ঘটনার ব্যাপারে শিশুটির বাবা গোলাম রাব্বানী বলেন, আজ ভোর ৬ টা আমার ছেলে হয়। কিন্তু তার ৪ হাত ও ৪ পা। বীরগঞ্জ ক্লিনিক থেকে আমার ছেলেকে ছেড়ে দেয় যে এখানে চিকিৎসা করা সম্ভব নয়। দিনাজপুর মেডিক্যালে নিতে হবে। কিন্তু আমার পক্ষে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। কারণ আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। তিনি আরও বলেন, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবো ভেবেছি। আমাদের চেয়াম্যান ও মেম্বারকে মোবাইলে কল দিচ্ছি কিন্তু ধরছেন না। আমার সাহায্য দরকার খুব। আমার স্ত্রী ছেলে দুজনেই অসুস্থ। মোঃ গোলাম রাব্বানীর স্ত্রী চার হাত পা বিশিষ্ট অস্বাভাবিক শিশুর জন্ম গ্রহণ করায় তাঁর পরিবারের সমস্যা বিবেচনা করে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও কাহারোল উপজেলা প্রশাসনকে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান অনেকে।