চমৎকার একটি কবিতা উপহার দেয়ায় অনেক ধন্যবাদ প্রতিভাবান তরুণ কবি সোলেমান মন্ডলকে
..….............................................................
কবিতার নামঃ আলোকবর্তিকা তুমি
কবিঃ সোলেমান মন্ডল
আলোকবর্তিকা তুমি,
হেটেছো গৌরীপুরের প্রতিটি দোরগোরায়-
দৃঢ় প্রত্যয়ী তুমি
দিয়েছ শক্তি বেচেঁ থাকার প্রয়াস হাজারও অসহায়|
মমতাময়ী তুমি,
নিজের সুখ দিয়ে বিসর্জন- করেছ দু:খী মানুষের সেবা|
তোমার মত মমতাময়ী আছে কয়জনই বা ?
কল্যাণী তুমি,
নিজ পরিবারের সুখ করে উপেক্ষা-
হাজারও মনের শুনেছো কথা, দিয়েছো হাজারও ব্যখ্যা|
সত্যান্বেষী তুমি,
সময়ের সাহসী নেত্রী অসহায়ের সম্বল-
সত্য প্রচারে নীতি তোমার,
থাকে সর্বদা অনড়|
জাগরনী তুমি,
আওয়ামী লীগের দুঃসময় এ- দিয়েছো সাহসিকতার পরিচয়,
দেশের কান্তিলগ্নে থেকে পাশে হাঁসি ফুটিয়েছো সহস্রপ্রাণ।
প্রদীপ শিখা তুমি,
সত্যের আলো জ্বালিয়ে দিয়েছো-
করেছো দূর অভিশপ্ত অন্ধকার|
এনেছো জনমনে অঢেল সুখের সমাহার|
মিষ্টভাষী তুমি,
হেসে দাও একবার-
হাসির প্রলেপে হাসুক গৌরীপুরবাসী,
ছেয়ে যাক উন্নয়নের বাহার|
প্রিয় নেত্রী তুমি,
হাসবে সেদিন নেইকো বেশী দূর-
সহস্র প্রাণে মেতেছে এবার গাইছে তোমার সুর|
মহীয়সী তুমি,
নারী জাগরনের নন্দিত অগ্নীকণ্যা-
ন্যায়ের পক্ষে রেখেছো তুলে উন্নত তোমার শীর|
প্রিয় আলোকিত নেত্রী নাজনীন আলম,
জনমানসে উত্তেজনা থামানোর জন্য তাই-
আগামী নির্বাচনে নৌকার বৈঠা তোমার হাতে চাই|
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.