২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চমৎকার একটি কবিতা উপহার দেয়ায় অনেক ধন্যবাদ প্রতিভাবান তরুণ কবি সোলেমান মন্ডলকে

admin
প্রকাশিত জুন ৩, ২০২১
চমৎকার একটি কবিতা উপহার দেয়ায় অনেক ধন্যবাদ প্রতিভাবান তরুণ কবি সোলেমান মন্ডলকে

Sharing is caring!

চমৎকার একটি কবিতা উপহার দেয়ায় অনেক ধন্যবাদ প্রতিভাবান তরুণ কবি সোলেমান মন্ডলকে
..……………………………………………………….

কবিতার নামঃ আলোকবর্তিকা তুমি
কবিঃ সোলেমান মন্ডল

আলোকবর্তিকা তুমি,
হেটেছো গৌরীপুরের প্রতিটি দোরগোরায়-
দৃঢ় প্রত্যয়ী তুমি
দিয়েছ শক্তি বেচেঁ থাকার প্রয়াস হাজারও অসহায়|

মমতাময়ী তুমি,
নিজের সুখ দিয়ে বিসর্জন- করেছ দু:খী মানুষের সেবা|
তোমার মত মমতাময়ী আছে কয়জনই বা ?

কল্যাণী তুমি,
নিজ পরিবারের সুখ করে উপেক্ষা-
হাজারও মনের শুনেছো কথা, দিয়েছো হাজারও ব্যখ্যা|

সত্যান্বেষী তুমি,
সময়ের সাহসী নেত্রী অসহায়ের সম্বল-
সত্য প্রচারে নীতি তোমার,
থাকে সর্বদা অনড়|

জাগরনী তুমি,
আওয়ামী লীগের দুঃসময় এ- দিয়েছো সাহসিকতার পরিচয়,
দেশের কান্তিলগ্নে থেকে পাশে হাঁসি ফুটিয়েছো সহস্রপ্রাণ।

প্রদীপ শিখা তুমি,
সত্যের আলো জ্বালিয়ে দিয়েছো-
করেছো দূর অভিশপ্ত অন্ধকার|
এনেছো জনমনে অঢেল সুখের সমাহার|

মিষ্টভাষী তুমি,
হেসে দাও একবার-
হাসির প্রলেপে হাসুক গৌরীপুরবাসী,
ছেয়ে যাক উন্নয়নের বাহার|

প্রিয় নেত্রী তুমি,
হাসবে সেদিন নেইকো বেশী দূর-
সহস্র প্রাণে মেতেছে এবার গাইছে তোমার সুর|

মহীয়সী তুমি,
নারী জাগরনের নন্দিত অগ্নীকণ্যা-
ন্যায়ের পক্ষে রেখেছো তুলে উন্নত তোমার শীর|

প্রিয় আলোকিত নেত্রী নাজনীন আলম,
জনমানসে উত্তেজনা থামানোর জন্য তাই-
আগামী নির্বাচনে নৌকার বৈঠা তোমার হাতে চাই|