কলাপাড়ায় ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
এইচ এম রাকিবুল আল হৃদয় পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ আবাসনের দিনমজুরি শ্রমিক মো. জব্বার আকনের স্ত্রী ক্যান্সার আক্রান্ত মােসাঃ জাহানারা বেগম।
গত ১৬ মাস যাবত তিনি ক্যান্সার আক্রান্ত।
স্বামী জব্বার ও তাদের একমাত্র ছেলে সাগর মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ উঠিয়ে ঢাকা মেডিকেলে থেকে অপারেশন করে বাড়ি নিয়ে আসে। বাড়িতে তার চিকিৎসা চলছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক ও খাওয়া-দাওয়া বন্ধ হওয়ায় তার পরিবারের লোকজন ডাক্তারের সাথে যোগাযোগ করে দূরত্ব ঢাকা নিয়ে যায়।
মঙ্গলবার (১ জুন-২০২১) ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য ব্যাপক অর্থ প্রয়ােজন। অর্থ ছাড়া বন্ধ রয়েছে তার সকল চিকিৎসা।
এমন অবস্থায় ক্যান্সার আক্রান্ত মােসাঃ জাহানারা বেগমকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারটি।
তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনাদের সহযোগিতা চেয়েছেন তার স্বামী শ্রমিক মো.জব্বার ও তার একমাত্র ছেলে মো. সাগর।
তাদের ছেলে মো. সাগর হাউমাউ করে কেঁদে বলছে ভাই আমার মা'কে বাঁচান, টাকার জন্য চিকিৎসা করাতে পারছেন না, ভাই হাতে ধরি, পায়ে ধরি আপনারা সহযোগিতা করুন মা'কে বাঁচাতে।
আপনার সামান্য অর্থেই পারে তার জীবন বাঁচাতে এবং ওই পরিবারের মুখে হাসি ফোটাতে।
তাই আসুন মানবতার দৃষ্টিতে যে যে অবস্থান থেকে তাদের পাশে দাঁড়াই।
প্রয়োজনে যোগাযোগ-০১৭৩৯৬২১৬৩১ তার স্বামীর জব্বার।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.