পোরশায় সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছেন কাদিপুর ও মালতিপুর গ্রামবাসী
নাইম ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি :
নিজেদের টাকায় এবং সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছেন নওগাঁর পোরশার ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়নে কাদিপুর,মালতিপুর ও বড়গুন্দলই অটোচালক। ৪নম্বর ওয়ার্ডের কাদিপুর গ্রামে চলাচল অযোগ্য এই রাস্তার সংস্কার কাজ করতে অটোচালকদের সাথে সহযোগিতা করেন গ্রমবাসী।
গ্রামবাসী যানান গ্রামের প্রধান এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য। কাদিপুর ছাড়াও মালতিপুর, বড়গুন্দইল, নারায়ন, জামালপুর, ছোট তৈতুলিয়া,গোডপাড়া ছাড়া আরো ২০টি গ্রামেসহ আশপাশের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং এখানে 2টি বিদ্যালয়, ১ হাই স্কুল, ১টি দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসা । রাস্তাটি কাদো হওয়াতে হাটবাজার, স্কুল কলেজ, হাসপাতাল ও জমি চাষের জন্য যাতায়াতে কষ্ট করেন এলাকাবাসী। এবং আম প্রধান এলাকা হয় চাষীরা আম নিয়ে বাজারে নিয়ে যেতে না পারাই তারা আমের দাম পাচ্ছে না এবং গ্রাম বাসী যানাই রাস্তাটি সংস্কার হলে আমরা বাজারে আম নিয়ে যেতে পারব তাতে আমরা আমের দাম ভালো পেতাম। আরো বলেন বিষয়টি উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ০৪ ওয়ার্ড মেম্বারের দৃষ্টিগোচর করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে গ্রামের একদল তরুণের উদ্যোগে রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করা হয়।
গ্রামের ৪৫-৫০ জন কাজ করেন রাস্তায়। তারা প্রায় ৪০,০০০ হাজার টাকা ব্যয়ে স্বেচ্ছাশ্রমে এই রাস্তাটি সংস্কার করেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.