২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পোরশায় সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছেন কাদিপুর ও মালতিপুর গ্রামবাসী

admin
প্রকাশিত জুন ২, ২০২১
পোরশায় সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছেন কাদিপুর ও মালতিপুর গ্রামবাসী

Sharing is caring!

পোরশায় সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছেন কাদিপুর ও মালতিপুর গ্রামবাসী

নাইম ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি :

নিজেদের টাকায় এবং সেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছেন নওগাঁর পোরশার ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়নে কাদিপুর,মালতিপুর ও বড়গুন্দলই অটোচালক। ৪নম্বর ওয়ার্ডের কাদিপুর গ্রামে চলাচল অযোগ্য এই রাস্তার সংস্কার কাজ করতে অটোচালকদের সাথে সহযোগিতা করেন গ্রমবাসী।

গ্রামবাসী যানান গ্রামের প্রধান এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য। কাদিপুর ছাড়াও মালতিপুর, বড়গুন্দইল, নারায়ন, জামালপুর, ছোট তৈতুলিয়া,গোডপাড়া ছাড়া আরো ২০টি গ্রামেসহ আশপাশের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং এখানে 2টি বিদ্যালয়, ১ হাই স্কুল, ১টি দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া মাদ্রাসা । রাস্তাটি কাদো হওয়াতে হাটবাজার, স্কুল কলেজ, হাসপাতাল ও জমি চাষের জন্য যাতায়াতে কষ্ট করেন এলাকাবাসী। এবং আম প্রধান এলাকা হয় চাষীরা আম নিয়ে বাজারে নিয়ে যেতে না পারাই তারা আমের দাম পাচ্ছে না এবং গ্রাম বাসী যানাই রাস্তাটি সংস্কার হলে আমরা বাজারে আম নিয়ে যেতে পারব তাতে আমরা আমের দাম ভালো পেতাম। আরো বলেন বিষয়টি উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ০৪ ওয়ার্ড মেম্বারের দৃষ্টিগোচর করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে গ্রামের একদল তরুণের উদ্যোগে রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করা হয়।

গ্রামের ৪৫-৫০ জন কাজ করেন রাস্তায়। তারা প্রায় ৪০,০০০ হাজার টাকা ব্যয়ে স্বেচ্ছাশ্রমে এই রাস্তাটি সংস্কার করেন।

বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করছেনঃ স্টাফ রিপোর্টার, শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু। গাইবান্ধার পলাশবাড়ীতে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর উ‌দ্বোধন করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার রা‌তে উপ‌জেলা টে‌নিস কম‌প্লেক্স এর শুভ উ‌দ্বোধন করেন রংপুর বিভাগীয় ক‌মিশনার মোঃ জা‌কির হো‌সেন। এ সময় উপ‌স্থিত ছি‌লেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পলাশবাড়ী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌কেএম ম্কে‌ছেদ চৌ ধুরী বিদ‌্যুৎ, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান,পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার ভুমি মাহমাদুল হাসান, থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান ছাড়া বিভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস পরিদর্শন ও বৃক্ষরোপন করেন।