২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

রাজধানীতে এক ব্যক্তির (৪০) রহস্যজনক মৃত্যু

admin
প্রকাশিত জুন ২, ২০২১

Sharing is caring!

রাজধানীতে এক ব্যক্তির (৪০) রহস্যজনক মৃত্যু

 

রাজধানীতে এক ব্যক্তির (৪০) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দুই যুবক এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া ওই দিন রাতে হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, কালো স্যান্ডো গেঞ্জি ও ফুল প্যান্ট পরা এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপালে নিয়ে আসেন দুই যুবক। পরে ওই দুই যুবক পালিয়ে যায়। এরপর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। ওই যুবকদের একজন হাসপাতালের নিবন্ধন খাতায় নিজের নাম সুমন লিখেছেন। ঠিকানায় দিয়েছেন ঢাকার শাহবাগ। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়। পরে শাহবাগ থানার এক উপপরিদর্শক (এসআই) ঢাকা মেডিকেলে আসেন।