ছাতকে প্রচন্ড ঝড়ে মাদরাসা লন্ডভন্ড,
বজ্রপাতে কৃষকের গরু দু'টির মৃত্যু
মোঃ ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে প্রচন্ড ঝড়ে একটি মাদরাসার টিনসেডের ঘরকে লন্ডভন্ড করে দিয়েছে। ঝড়ের সময় বজ্রপাতে কৃষকের গরু দু'টির মৃত্যু হয়েছে।
গত ৩১/৫/২০২১ তারিখ সোমবার বিকেলে বয়ে যাওয়া প্রচন্ড ঝড়ে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ক্ষয়ক্ষতি হয়েছে। মাদরাসার ভবন ছাড়াও প্রথম শ্রেনি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত টিনসেডের আলাদা ৫টি শ্রেনি কক্ষ তৈরি করা হয়েছিল কয়েক বছর আগে। ওই টিনসেড ঘর ও ছালাসহ ঝড়ে লন্ডভন্ড করে দেয়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের পর মাদরাসা পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্য ও অভিভাবকরা লন্ডভন্ড হওয়া মাদরাসার টিনসেডের ঘরটি পরিদর্শন করেছেন। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সুজন আহমদ জানান, প্রতিষ্ঠান অনেক আগেই এমপিও ভুক্ত হয়েছে। ভবনও আছে। কিন্তু প্রথম থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত পুরাতন টিনসেডের ঘরে পাঠদান করা হতো। ওই টিনসেডের ঘরটি ঘুর্ণিঝড়ে কক্ষ গুলো লন্ডভন্ড করে দিয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে, ঘুর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাঁচা ঘর বাড়ি ও গাছ পালার ক্ষতি হয়েছে। প্রচন্ড ঝড়ের সময় বজ্রপাতে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের মাঠে ঘাঁস খাওয়া অবস্থায় মৈশাপুর গ্রামের কৃষক মহিম খানের ৬০ হাজার টাকা মূল্যের দুটি গরু মারা গেছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.