৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৬ হিজরি

দশ মাসের বাছুর দিচ্ছে তিন লিটার দুধ

admin
প্রকাশিত মে ৩১, ২০২১
দশ মাসের বাছুর দিচ্ছে তিন লিটার দুধ

Sharing is caring!

মো: মমিন হোসেন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর গ্রামে দশ মাসের বাছুর প্রতিদিন দুধ দিচ্ছে তিন লিটার করে।
গরুর মালিক খোরশেদ আলম বলেন, আমার ১০ মাস বয়সী একটি বকনা বাছুর দিনে তিন লিটার দুধ দিচ্ছে। বাছুরটির মা দুধ দিচ্ছে ছয় লিটার। প্রতিদিন উৎসুক মানুষ দলে দলে ওই বাড়িতে ভিড় করছে।

সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল জানান, হরমোনের কারণে এমনটা হতে পারে। ঘটনাটি ভিন্ন রকম মনে হলেও ওই বকনার দুধ পুরোপুরি স্বাস্থ্যসম্মত। এ ধরনের ঘটনা দেশে এর আগেও ঘটেছে।

গৃহিনী মর্জিনা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে তিনি পারিবারিক পরিবেশে গাভি পালন করছেন। ১০ মাস আগে তার পালিত বিদেশি জাতের গাভিটি একটি বাছুর প্রসব করে।

তিনি সেই বাছুরকে লালন-পালন করছেন। কিছু দিন আগে তিনি ১০ মাস বয়সী ওই বাছুরকে গোসল করাতে গেলে গরুটির ওলান ফোলা দেখতে পান।
এ সময় তিনি ধারণা করেন, এর ওলানে দুধ জমেছে। ওই বকনার দুধ সংগ্রহ না করায় ওলান থেকে এমনিতেই দুধ ঝরে পড়ছে। তিনি আরও জানান, প্রথম কয়েক দিন আধা লিটার দুধ পেয়েছেন। এখন দুধ পাওয়া যাচ্ছে প্রতিদিন প্রায় তিন লিটার।