Sharing is caring!
শিবগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে কলাগাছ
কর্তন সহ বিভিন্ন ধরনের ক্ষতি।
মোঃ জান্নাতুল নাঈম,শিবগঞ্জ মহাস্থান থেকেঃ-
বগুড়ার শিবগঞ্জে পানাতেপাড়া গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে শতাধিক কলাগাছ কর্তন সহ বিভিন্ন ফসলের ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়ন পানাতেপাড়া গ্রামের কৃষক দুলু মিয়া প্রাং ছোট বেলা থেকে কৃষকের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে।
কিন্তু ব্যবসার পাশাপাশি নিজস্ব জমি ভালো ফসলের দিকে চোখ পড়ে তার প্রতিপক্ষের লোকজনের তাই পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার দিবাগত রাতে মাঠের মধ্যে লাগানো প্রায় শতাধিক কলাগাছ ৩টি আমগাছের আম, রায়খঞ্জন সাদনা গাছের ডাল, বাড়ীর সামনের টং, প্রতিবেশীর ঘরের জানালা দরজা ভাংচুর করেছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
শনিবার সকাল ৯টার দিকে সরেজমিনে কর্তনকৃত কলাগাছে ছবি উঠানোর সময় গ্রামের অনেক কৃষক জানান, শত্রুতা থাকতে পারে দুলু প্রাং গংদের কলাগাছের সাথে শত্রুতা নয়।
ফসল তো কোন অপরাধ করেনি। এভাবেই যদি শত্রুপক্ষের লোকজন ফসলের ক্ষতি করতে থাকে। আমাদেরও তো কিছু না কিছু শত্রু আছে। তারাও যদি আমাদের ফসলের ক্ষতি করে। তাহলে মাঠে ফসল ফলাব কী ভাবে? এর একটা বিধি ব্যবস্থা হওয়া দরকার। আমরা গ্রামের সাধারণ কৃষক আমাদেরকে তো প্রশাসনের কেউ চিনে না।
তাই আপনার লেখনের মাধ্যমে ফসলের এই ক্ষতি সাধনের কথা স্থানীয় প্রশাসনকে জানিয়ে দিন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। বিষয়টি নিয়ে দুলু প্রাং এর সাথে কথা বললে তিনি বলেন, অল্প কিছু দিন পূর্বে আমার বিরুদ্ধে প্রতিপক্ষের কিছু লোকজন মামলা করেছে।
কয়েক দিন বাড়ীতে ছিলাম না। সেই সুযোগে আমার প্রতিপক্ষরা কলাগাছ কর্তন, ৩টি গাছের আম পাড়ে, প্রতিবেশীর দরজা জানালা ভাংচুর সহ বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করেছে। যাহা কারো জন্য কাম্য নয়। আমি এব্যাপারে থানায় অভিযোগ করেছি। আমি আইনকে শ্রদ্ধা করি। তাই আইনের মাধ্যমেই এর বিচার পাব ইনশা আল্লাহ।