দিনাজপুরের বিরামপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোঃ জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ-
দিনাজপুরের বিরামপুরে একটি প্রাইভেট কারসহ ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।
আটককৃত আমামীরা হলেন-পৌর এলাকার প্রফেসরপাড়া(বসুন্ধরা) মহল্লার সাইফুল ইসলামের পুত্র কারচালক সুমন হোসেন (২৯) এবং উপজেলার কাটলা ইউনিয়নের মাধুপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র আলমগীর হোসেন ওরফে আলো (২৬) এই সূত্রে পুলিশ জানায়।
থানার মামলা সূত্রে প্রকাশ-গতকাল শনিবার (২৯ মে) ভোরে ভারত থেকে ফেনসিডিল আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এর দিক নির্দেশনায় ও (নিঃ) এসআই মামুনুর রশীদ,এসআই শাজাহান সিরাজ,এসআই শাহিন শেখ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টহলবাহী গাড়ী দিনাজপুর -ঢাকা মহাসড়কের পাশে পৌর শহর পশুহাসপাতাল এলাকায় অবস্থান নেয়।
এসময় পশুহাসপাতাল এলাকায় পুলিশ সন্দেহজনক একটি কালো রংয়ের প্রাইভেট কারকে থামানোর সংকেত দেয়। যার নং (ঢাকা মেট্রো-গ-৩৭-৬০৫২)। থামানো কারটি তল্লাসী করে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে আসামীদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন-মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.