সুন্দরগঞ্জে ট্রেনের হুকে আটকে প্রাণ গেল শিক্ষক’র
মো: আ: রহমান শিপন, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
গাইবান্ধার সুন্দরগঞ্জে লালমনি এক্সপ্রেস ট্রেনের হুকে আটকে গিয়ে বামনডাঙ্গা মনমোহনী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে সর্বানন্দ
ইউনিয়নের সাহাবাজ গ্রামের জামতলা রেলগেটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, কানে কম শোনা ওই অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হলে জামতলা রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে লালমনিরহাট অভিমুখী আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে ইঞ্জিনের হুকে আটকে থাকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে দায়িত্বরত আমজাত হোসেন জানান, দুর্ঘটনার পর পর রেলওয়ে পুলিশ (জি আর পি) ঘটনাস্থলে আসে এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.