Sharing is caring!

আফিয়া আশ্রাব বাধন, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মিরকাদিমের এনায়েত নগর এলাকা হতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ১৫ পিস ইয়াবা সহ মাদক বিক্রেতা মো: কবিরকে আটক করেছে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র। বিক্রেতা কবির এনায়েত নগর গ্রামের মো: হুমায়ূন বেপারীর পুত্র।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাজিব খান বলেন, ১৫ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা প্রকিয়াধীন রয়েছে।