
ঝিনাইগাতীতে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ তারিফুল আলম তমাল,শেরপুর জেলা প্রতিনিধিঃ-
শেরপুরের ঝিনাইগাতীতেঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২১মে শুক্রবার বিকালে উপজেলার মালিঝাকান্দা ইউনিয়নের হাসলীগাঁও গ্রামে অনুষ্ঠিত এ ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য জননেতা মোঃ নজরুল ইসলাম, মালিঝিকান্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল মামুন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ঘুড়ি উড়ানো প্রতিযোগীতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুলাাহেল ওয়ারেজ নাইমের সুযোগ্য পুত্র মুশফিক নাইম আকিফ।
এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্র লীগের যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন,উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ এলাকার ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ২ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করেন আয়োজকগণ।
এ উৎসব চলবে আগামী ২ সপ্তাহ। শেষ দিনে চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।