২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পদ্মায় নাব্য সংকট, শিমুলিয়া- কাঁঠালবাড়ি পুরনো নৌ রুট বন্ধ।

admin
প্রকাশিত আগস্ট ২, ২০১৯
পদ্মায় নাব্য সংকট, শিমুলিয়া- কাঁঠালবাড়ি পুরনো নৌ রুট বন্ধ।

Sharing is caring!

 

আফিয়া আশ্রাব বাধঁণ,মুন্সিগজ্ঞ ঃনাব্য সংকটের কারণে বন্ধ হয়ে গেছে শিমুলিয়া- কাঁঠালবাড়ি নৌ রুটের পুরাতন ফেরি পথ। এর ফলে বুধবার মধ্য রাত থেকে এই পথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হওয়ার যায়। এর পর বৃহস্পতিবার সকাল থেকে বিকল্প পথ চালু করে ফেরি চলাচল শুরু করেছে কতৃপক্ষ। বিআইডব্লিটিসির সহ -মহা ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, টানা আট ঘন্টা ঘাট বন্ধ থাকায় পারাপারের অপেক্ষায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আটকা পড়ে সাত শতাধিক যানবাহন। বাড়ে যাত্রী ভোগান্তি।

সকাল থেকে ফেরি চলাচল শুরু হলে কয়েকশ গাড়ি পাড় হয়ে বিকাল পর্যন্ত ঘাটে থাকে চার শতাধিক যানবাহন। তিনি আরো জানান, বর্ষা মৌসুমে লৌহজং টার্নিং পয়েন্টে পলি পরে ফেরি চলাচলে বাধাগ্রস্থ হয় বলে, গেলো কয়েক বছর ধরে এই মৌসুমে বিকল্প আরেকটি চ্যানেল চালু করা হয়। তারই ধারাবাহিকতায় নতুন চ্যানেল চালুর মাধ্যমে আজ সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়। তবে ঈদ যাত্রায় যানবাহনের চাপ বাড়বে বলে পূরাতন চ্যানেলটি খনন করে চালু না করলে বিপাকে পরতে হবে বলে জানান, নাসির চৌধুরী। এছাড়া বিকল্প পথটি প্রসস্থতা কম থাকায় এই পথে রাতে সীনিত আকারে ফেরি চলাচল করতে হবে,এতে করে যাত্রী ও চালক ভোগান্তি বাড়বে বলেও জানান তিনি। অন্য দিকে বিকল্প পথে ফেরি স্বাভাবিকভাবে চলতে পারবে বলে দাবি করে বিআইডব্লিউটিএর উপ- পরিচালক এস এম আজগর আলী বলেন, ঈদে নির্বিঘ্নে যাত্রীদের পারাপারে নতুন রুটটি যথেষ্ট। তবে পথটির প্রসস্থতা বাড়াতে চারটি ড্রেজার কাজ করছে এবং প্রয়োজনে পুরান পথের পলি অপসারন কাজ করা হবে