মহাস্থানগড়ে মানুষের ঢল পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও মহাস্থান জাদূঘরে বিভিন্ন শ্রেনীর মানূষের ভীর।
মোঃ জান্নাতুল নাঈম, শিবগঞ্জ থেকেঃ-
করোনা সংক্রমন রোধে সকল পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও বগুড়ার মহাস্থান গড়ে মানুষের ঢল নেমেছে।
শুক্রবার (১৪ মে) ঈদের দিন মহাস্থানগড় এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরকারি আদেশে মহাস্থানগড় জাদুঘর বন্ধ থাকায় লোকজন ভিতরে প্রবেশ করতে পারছেন না।
তারপরেও শাহ সুলতান(রঃ) বলখী এর মাজার, জিয়োৎ কুপ ছাড়াও বিভিন্ন দর্শনার্থী স্থান গুলোতে লোকজন প্রবেশ করছে বিকল্প পথ দিয়ে।
জুম্মার নামজের পর থেকে লোকজনের ভিড় বাড়তে দেখা গেছে।
বগুড়া শহর ছাড়াও আশেপাশের এলাকা থেকে লোকজন আসতে দেখা গেছে। পরিবহন বন্ধ থাকায় লোকজন ব্যাটারি চালিত ভ্যান রিকশা,মোটরসাইকেল ও ভটভটি যোগে মহাস্থানে ভীড় যমাচ্ছে।
স্থানীয়রা জানান বিকাল হওয়ার সাথে সাথে ভিড় আরো বাড়তে পারে।
প্রতি বছরই ঈদের দিন মহাস্থান গড়ে অসংখ্য মানুষ ভিড় করায় সেখানে বখাটে ও টাউট বাটপারদের তৎপরতাও থাকে। ফলে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে।
মহাস্থান গড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে একটি পুলিশ ক্যাম্প ব্যবস্থা আছে । দুই মাস আগে ক্যাম্পের সকল পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে অজ্ঞাত কারণে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ক্যাম্পের পুলিশ প্রত্যাহার করা হয়।তবে অল্প দিনের মধ্যেই পুলিশ সদস্যরা ক্যাম্পে ফিরবেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.