২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বাস্থ্যবিধি মেনে উজির আলী শাহ্‌ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ১৫, ২০২১
স্বাস্থ্যবিধি মেনে উজির আলী শাহ্‌ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

Sharing is caring!

স্বাস্থ্যবিধি মেনে উজির আলী শাহ্‌ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত

 

 

মোঃ জসিম উদ্দিন,স্টাফ রির্পোটারঃ-

সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ছাতিয়ানগড়ে উজির আলী শাহ্‌ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের ৭নং ওয়ার্ডে উজির আলী শাহ্‌ জামে মসজিদে সকাল ৯ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

নামাজের আগে পবিত্র ঈদুল ফিতরের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন উজির আলী শাহ জামে মসজিদের খতিব ও পাকেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম,হাফেজ মোঃ শরিফুল ইসলাম।
এ সময় তিনি বলেন,সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এত্র এলাকার সকল মুসল্লিদের নিয়ে মসজিদে জামাত আদায় করেছি।
সকাল ৯ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুরু হয়। নামাজ শেষে বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য এবং চলমান করোনা পরিস্থিতি হতে মুক্তি লাভের আশায় বিশেষ মুনাজাত করা হয়েছে।

পাশ্ববর্তী মাদার দরগাহ এতিম খানার শিক্ষক হাফেজ মোঃ মোজাফ্ফর হোসেন জানান, রমজানের রোযার শেষে আজ ঈদের নামাজ আদায় করার পর অন্যরকম ভালো লাগছে।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদের সভাপতি,সেক্রেটারী,মসজিদের মুয়াজ্জিনসহ মসজিদ কমিটির সকল পর্যায়ের সদস্য বৃন্দ ও এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লী গন।