২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কবিতা “ঈদ” – আবদুল্লাহ আল মামুন

admin
প্রকাশিত মে ১৩, ২০২১
কবিতা “ঈদ”  – আবদুল্লাহ আল মামুন

Sharing is caring!

কবিতা”” ঈদ

আবদুল্লাহ আল মামুন

ঈদ মানে খুশি মহা আনন্দ,
ঈদ মানে ভুলে যাওয়া সকল দন্দ।

ঈদের দিনে নতুন পোশাক হরেক রকম সাজ
ঈদ মানে সবার মুখে খুশির আওয়াজ।

ঈদ মানে বাসায় কত আত্বীয় স্বজন,
ঈদ মানে দুরের মানুষও হয় আপন প্রিয়জন।

ঈদ মানে ছোট বড় সবার কন্ঠে গীত,
ঈদ মানে খুশি আর খুশি চোঁখে নাই নিদ।

ঈদের দিনে এক হয়ে পড়ে সবে নামাজ
শপথ করো অপরাধ অন্যায় করবো না কভু গড়বো সোনার এ সমাজ।

লিখেছি অনেক কিছু বলেছি অনেক কিচ্ছা
আমার পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

লেখক”””
“”মোঃ আব্দুল্লাহ আল মামুন
প্রতিষ্ঠাতা ও পরিচালক মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা বিজয়রামপূর মধ্যপাড়া মনিরামপুর যশোর।