বিশেষ প্রতিনিধিঃ শেখ মোঃ ছাদিম
সিলেট দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর এলাকা (সিলভার সিটি)
সিলেট দক্ষিণ সুরমা থানাধীন, নিশ্চয় পাটক আপনাদের মনে আছে,
আতিয়া মহল নামের একটি জঙ্গি ঘাঁটির সংবাদ প্রসাশন অভিযান করে ছিলেন বেশ কিছুদিন, এরই বিপরিতে নকল ড্রাগস তৈরির একটি বিশাল কারখানা সংবাদ পাওয়া গেছে।
ইষ্টার্ণ র্ফামা নামে (ইউনানী ড্রগস) অনুমোদন হীন, সিলেটের ড্রাগস পরিদর্শক এর সাথে কথা বলতে গেলে, অফিসের দায়িত্বে থাকা অফিস সহকারী আব্দুল মতিন বলেন, স্যার প্রায়ই বাহিরে থাকেন কাজেকর্মে। আমি আব্দুল মতিন সাহেবের অফিস সহকারি তবে ইষ্টার্ণ ফার্মা নামের ইউনানী একটি কোম্পানী আছে শোনেছি, আমাদের এখান থেকে কোন লাইন্সস পায়নী, তবে ওরা অনুমতি না পেয়ে ঔষধ তৈরি করে, এবং বাজার জাত করেছে যা আইন সম্মত নহে । ইষ্টান ফার্মা কম্পানিতে গিয়ে পাওয়া গেছে অঞ্জনা নামের এক মহিলা অঞ্জনা বলেন আমি পেশায় একজন কেমিষ্ট্র, আমাদের স্যারেরা মার্কেটিং নীয়ে ব্যস্ত আছেন। সিলেটের ড্রাগস পরিদর্শক তিনি বলেন সরকার দেশের স্বাস্থ্য খাতে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যায় করছেন অথচ ভেজাল রোধে কি ব্যবস্থা নিয়েছেন বা মাস কা মাস, অবৈধ ভাবে কোম্পানীগুলু রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। কেউ বলেন আবেদন করেছি,
আবেদন করলেই কি, লাইন্সেস হয়েগেল। তদারকি ও যাচাই বাচাই না থাকায় ওরা জনস্বস্থ্য নীয়ে ছিলিমিলি খেলছে, এসব ভেজাল ঔষধ খেয়ে মানুষের ক্যাসার ও লিভার বিকল হচ্ছে প্রতি বছর কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছে, মানুষের দেহের ক্ষতিকারক ক্যান্সার ও লিভারে মারার্ত্বক খতি হতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.