Sharing is caring!
মানবিকতা থাকার কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব বলেন আলোর দূত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃশরিফুল ইসলাম
মোঃ জান্নাতুল নাঈম,শিবগঞ্জঃ-
রবিবার (৯ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলা ২নং কিচক ইউনিয়নে ৩০০টি অসহায়-গরীব পরিবারের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলোর দূত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃশরিফুল ইসলাম তিনি বলেন
মানবিকতা থাকার কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব। আর মানুষের মধ্যে থাকা সেই মানবিকতা থেকেই আমাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে আসলে ঈদের আনন্দ সকলে উপভোগ করার পাশাপাশি সকল সংকঠকালীন সময় আমরা ঐক্যবদ্ধভাবে সহযেই মোকাবেলা করতে পারব।
এসময় তিনি করোনা পরিস্থিতি নিয়তন্ত্রে আনার জন্য সবাইকে সরকারি বিধি নিষেধগুলো মেনে চলার জন্য সকলের প্রতি আহবান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গুণ্য, মান্য ব্যক্তি বর্গ।
আলোর দূত ফাউন্ডেশনের ,কার্যনিবাহী সদস্য
নাঈম,টগর,মোনার,আপেল,শুভ,সুমন,মাহফুজ, আইনুল,পলাশ,তরিকুল,উজ্জ্বল,শিমুল,আমজাদ,রেজুয়ান,হামিদুল,মাসুম হোসাইন, জাফর,আতাউর, সোহরাব,হারুন,ফিজু,আরিফ,মাহমুদুল,সাগর,কোরায়সিন,রবিউল,রাকিব,হাফিজুর,রফিক,হামজা,শহিদুল ইসলাম রবি,রেজভী চৌধুরী, আপেল,মনসুর, ইমরান,নাহিদ,রিপন,জিল্লুর,,মিতু,শাকিরুল,বুলবুল,নাঈম সহ প্রমুখ।