পার্বতীপুরে উন্মুক্ত লটারীতে বোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ-
দিনাজপুরের পার্বতীপুরে উন্মুক্ত লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইরি-বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক।
পার্বতীপুরে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ১৮২ মেট্রিক টন। সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ১ হাজার ৮০ টাকা মণ হিসেবে ধান ক্রয় করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন মমিন, কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন সরকার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবেশ চন্দ্র পাল প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান- আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে বলে ।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.