Sharing is caring!
ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হলেন সায়মন ওবায়েদ শাকিল
অভিযোগ ডেস্কঃ- যুব রেডক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটির নবনিযুক্ত যুব প্রধান নির্বাচিত হলেন সায়মন ওবায়েদ শাকিল। যুব রেডক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটির (২০২০-২০২২) সালের নির্বাচিত যুব প্রধান সাহিদুল ইসলাম অপু স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় আমি পারিবারিক ও ব্যাক্তিগত সমস্যার জন্য যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ায় পর্যাপ্ত সময় দিতে না
পারায় ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমকে বেগবান ও গতিশীল করার লক্ষ্যে যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়ার উপ যুব প্রধান-২ ও প্রশিক্ষক সায়মন ওবায়েদ শাকিলকে যুব প্রধানের দায়িত্ব অর্পণ করছি।
জরুরী বিজ্ঞপ্তিতে এ সময় সাহিদুল ইসলাম অপু সকল যুব সদস্যদের আহবান জানান নবনিযুক্ত যুব প্রধান সায়মন ওবায়েদ শাকিলকে সর্বাত্মক সহযোগিতা করে যুব রেডক্রিসেন্ট কার্যক্রমকে গতিশীল করার জন্য।
নবনিযুক্ত যুব প্রধান সায়মন ওবায়েদ শাকিল বলেন,আমি দীর্ঘদিন যাবৎ মানুষের সেবায় নিয়োজিত আছি, আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।