২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ দোকানীর অর্থদন্ড

admin
প্রকাশিত মে ৫, ২০২১
বগুড়ার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ দোকানীর অর্থদন্ড

Sharing is caring!

 

বগুড়ার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ দোকানীর অর্থদন্ড

 

 

গোলাম রব্বানী শিপন,বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ দোকানীর অর্থদন্ড করা হয়েছে।

বুধবার (৫মে) দুপুর আড়াইটার দিকে মহাস্থান আলিম মাদ্রাসার সামনে পুকুরপাড় মার্কেটে শফিকুল স্টোর নামক এক ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

এসময় ওই দোকানে পণ্যের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎ‍পাদনের তারিখ, প্যাকেট জাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকায় ১হাজার টাকা অর্থদণ্ড করা হয়৷

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মৌলি মন্ডল।

ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত মৌলি মন্ডল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী এ প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।