বগুড়া মহাস্থান বাজারে উচ্চ মজুরি দিয়ে শ্রমিক নিয়ে ধান কাটা শুরু
মোঃ জান্নাতুল নাঈম,শিবগঞ্জ (বগুড়া) থেকেঃ-
পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন বগুড়া শিবগঞ্জ উপজেলার কৃষকরা। কৃষকরা জানান,
গত রবিবার (২ মে) বগুড়া জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি করেছে। অনেক স্থানে জমির পাকা ধান ঝরে গেছে।
বিশেষ করে শিলাবৃষ্টি হওয়ায় শাজাহানপুরের ঐ দিকে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের, এবং গাছের আম নষ্ট হয়েছে।
মহাস্থান সেকেন্দ্রাবাদ পূর্বপাড়ার একজন কৃষক জানান, এবার তিনি ৩বিঘা জমিতে ইরি ফসল চাষাবাদ করেছেন। ফসল ভালো হয়েছে এবং অধিকাংশ জমির ধানই পেকে গেছে।
তবে ইরি ধান কাটার শ্রমিক মিলছে না।
উচ্চ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
এ পরিস্থিতিতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।
পাশাপাশি শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে মাঠের ফসল ক্ষতির মুখে পড়তে পারে বলে জানান।
কৃষকরা বলেন এখন একজন শ্রমিকের মূল্য ৫০০-৭০০ টাকা। যদি শিলা বৃষ্টি বা কাল বৈশাখীর ঝড় হয়ে তাহলে শ্রমিকের দাম আর বাড়তে পাড়ে।
তবে তার বলছে যদি শিলাবৃষ্টি বা কাল বৈশাখী ঝড় না হয়। তাহলে ধানের ফলন ভালো পাবে।
আরও বলেন আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই রকম যদি দুই এক দিন থাকে তাহলে, ধান কাটার শ্রমিক এর দাম বেড়ে যাবে। ধান মারাই বা শুকানোর সমস্যা হবে বলে জানান।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.