আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি ঃ- এবার বিদেশ থেকে আসা যাত্রীর মোজার ভেতরে পাওয়া গেছে ৩৬ লাখ টাকার স্বর্ণ। নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা ওই যাত্রীর মোজার ভেতর থেকে চারটি করে মোট আটটি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে ওই যাত্রী চট্টগ্রামে আসেন। তার সন্দেহজনক গতিবিধির কারণে তাকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা। এক পর্যায়ে জুতার মোজার ভেতর থেকে চারটি করে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস হাউসের কর্মকর্তা শাহিনুর রহমান পাভেল জানান, ৮ পিস স্বর্ণের বারের ওজন ৯৩২ গ্রাম যার বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এসময় ওই যাত্রীর কাছে থাকা তিনটি স্যামসাং ব্রান্ডের মোবাইল ফোন সেটও আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই যাত্রী জানান, তিনি স্বর্ণের বারগুলোর বাহক। এরপর যাকে পৌঁছে দেয়ার কথা তাকে কৌশলে ডেকে আনা হয়। সবশেষে বাহক ও প্রাপককে আটক করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়ার কাজ চলছে বলে জানান শাহিনুর রহমান পাভেল।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.