জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ-
সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে এক যুবক নিহত হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মে) ভোররাতে ভারতের সান্ডাই বস্তিতে মোবাইলের একটি চালান বাংলাদেশে নিয়ে আসতে এবং মটরশুটি নিয়ে ভারতে প্রবেশ করে চোরাকারবারী দলের সদস্যরা। ফেরার পথে খাসিয়ার গুলিতে কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে মকবুল আলী (২৮) নিহত হয়।
এলাকাবাসী আরও জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ক্যাম্পের আওতাধীন ১২৮০-১২৮৪ এলাকা দিয়ে দীর্ঘদিন হতে বিজিবির সোর্সম্যান মিজান রুবেল (২৯) ও শামীম আহমদ (৩৫)-এর নির্দেশনায় ভারতে মটরশুটি, সুপারী, স্বর্ণের বারসহ বিভিন্ন প্লাস্টিক সামগ্রী পাচার হয়ে আসছে। বিপরীতে কসমেটিক্স, ভারতীয় নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, মদ ও ইয়াবা এবং গরু-মহিষ, মোটর সাইকেল, শাড়ী ও মোবাইল সামগ্রী বাংলাদেশে নিয়ে আসে।
সম্প্রতি ভারতের সীমান্ত বন্দ থাকায় বাংলাদেশীরা চোরাইপথে পণ্য আনা-নেওয়া করছে। ভারতীয় সান্ডাই বস্তির খাসিয়া লাইন বন্ধ থাকার কারণে চোর সন্দেহে গুলি ছুঁড়ে। ফলে ঘটনাস্থলেই বাংলাদেশী যুবকের মৃত্যু হয়। এসময় সাথে থাকা অন্যান্য বাংলাদেশীরা মকবুল আলীর লাশ ভারতের ভিতর হতে সীমান্তের জিরো লাইনে এনে রেখে তারা চলে আসে।
এ বিষয়ে জানতে মিনা টিলা বিশেষ ক্যাম্পে একাধিক বার ফোন দিলে কেউ ফোন রিসিভ করেননি। ৪৮ বিজিবির শ্রীপুর কোম্পানী কামান্ডার জানান, তারা যুবক মৃত্যুর ঘটনা শুনতে পেয়েছেন। তবে কি কারণে ঘটেছে তা নিশ্চিত নন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর জানান, মৃত্যুর সংবাদ পেয়েছি। সঠিক খোঁজ নিতে ঘটনাস্থলে লোক প্রেরণ করা হচ্ছে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.