২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিনাজপুরের খানসামায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ৪, ২০২১
দিনাজপুরের খানসামায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Sharing is caring!

দিনাজপুরের খানসামায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

 

মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ-

দিনাজপুরের খানসামা উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অাজ ৩ মে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২১ বাস্তবায়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মেডিকেল অফিসার নারায়ন চন্দ্র রায় জয়, এমডিভি সুপারভাইজার, স্বাস্থ্য অধিদপ্তর এর মোক্তার উদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান সহ উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে,আগামী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত এমডিভি কার্যক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন এলাকায় দিনব্যাপী সকল কুকুরের ভ্যাকসিন প্রদান করা হবে।

এ ছাড়াও সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।