রূপগঞ্জে দরিদ্রদের মাঝে যুবলীগ নেতার খাদ্য সামগ্রী বিতরণ
আইয়ুব হোসেন ইমন, রূপগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ও রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতি আহবায়ক মুশফিকুর রহমান রিপনের অর্থায়নে ইউনিয়নের ১২’শ দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
সোমবার দুপুরে রূপগঞ্জ সদর গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা কৃষকলীগের সভাপতি আরাফাত আলী, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান তারেক, উপজেলা যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ খালেদ হাসান, শ্রমিকলীগ নেতা মতিউর রহমান আকন্দ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মহিলালীগ নেত্রী লাকি আক্তার, আওয়ামীলীগ নেতা ওবায়দুল মজিদ জুয়েল মাস্টার, আব্দুল আলীম আর্মি, আবদুল মতিন, আব্দুর রউফ, আব্দুস সালাম প্রমুখ।
এ সময় উপস্থিত দরিদ্র ছাড়াও ওয়ার্ড ভিত্তিতে তালিকাভুক্ত ১২’শ দরিদ্র পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.