২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে কিচক উচ্চ বিদ্যালয়ে সভাপতি কর্তৃক ৩৫জন ছাত্রীকে সাইকেল বিতরণ

admin
প্রকাশিত মে ১, ২০২১
শিবগঞ্জে কিচক উচ্চ বিদ্যালয়ে সভাপতি কর্তৃক ৩৫জন ছাত্রীকে সাইকেল বিতরণ

Sharing is caring!

শিবগঞ্জে কিচক উচ্চ বিদ্যালয়ে সভাপতি কর্তৃক ৩৫জন ছাত্রীকে সাইকেল বিতরণ

 

 

মোঃ জান্নাতুল নাঈম,শিবগঞ্জ প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কিচক দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোয়নের লক্ষ্যে এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ৩৫জন গরীব মেধাবি ছাত্রীদের বাইসাইকেল দিলেন বিদ্যালয়ের সভাপতি শাহজাহান চৌধুরি।

শনিবার (১ মে) বিকেলে অত্র বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সুধি সমাবেশে সাই‌কেল বিতরন উ‌দ্বোধন শে‌ষে বক্তব্য রাখেন কিচক দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি,উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি, কিচক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরি। তিনি বলেন, বর্তমান দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার নারী শিক্ষার উন্নয়ন। সেই লক্ষ্যে মেয়েদের শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরন করা হচ্ছে।

মাস্টার হাফিজার রহমানের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহারুল ইসলাম সফিক,সহকারি প্রধান শিক্ষক উজ্জল কুমার মদক, কিচক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি ছামছুল ইসলাম, সাংবাদিক খলিলুর রহমান আকন্দ, ম্যানেজিং কমিটির সদস্য মাহবুর রহমান, সাইফুল ইসলাম, ইউপি সদস্য আবু বক্কর, আব্দুল মান্নানসহ প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহারুল ইসলাম সফিক জানান, এর আগে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনি পযর্ন্ত ছাত্রীদের মধ্যে লটারি করে ৩৫জন ছাত্রীকে নির্বাচন করা হয়। তিনি আরো জানান, করোনা কালিন সময়ে তাই সল্পপরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পরে বিতরন কৃত সাইকেল প্রত্যেক ছাত্রী নিজে চালিয়ে বাসায় নিয়ে যান। এসময় এলাকার শত শত নারী পুরুষগন ম‌নোরম দৃশ্য এক নজর দেখতে রাস্তায় ভীড় জমায়। এমন মহৎ উদ্যোগের ফলে অনেকে প্রশংসা করতে শোনা গেছে।