Sharing is caring!
কেএম সুজন,টাঙ্গাইলপ্রতিনিধিঃ টাঙ্গাইলে বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া এর বাইরেও অর্ধশতাধীক রোগীকে ডেঙ্গু আক্রান্ত হাসপাতাগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৪ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালের ২৩ জন এবং সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এসব রোগীকে বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, বুধবার দুপুর পর্যন্ত ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত) নতুন করে ৬ জন রোগী এ হাসপাতালে ভর্তি হয়। এছাড়া কয়েকজন চিকিৎসা নিয়ে চলে যায়। এসব রোগীদের জন্য আলাদা সেবার ব্যবস্থা করা হয়েছে।
অপরদিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এখন পর্যন্ত ৪৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। বর্তমানে ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৪ জন নারীও রয়েছে।
অন্যদিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গুরোগী এ পর্যন্ত ভর্তি রয়েছেন।